Alexa আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় কিয়ার, সতর্কতা জারি

ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ৮ ১৪২৬,   ২৫ রবিউল আউয়াল ১৪৪১

Akash

আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় কিয়ার, সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১১:০৮ ২৬ অক্টোবর ২০১৯   আপডেট: ১৪:৩০ ২৬ অক্টোবর ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আরব সাগরে গভীর নিম্নচাপ ধীরে ধীরে পরিণত হচ্ছে ঘূর্ণিঝড়ে। কিয়ার নামের ভয়ঙ্কর এই ঘূর্ণিঝড়টি আগামী ৫ দিনের মধ্যে পশ্চিম-উত্তর-পশ্চিমে ওমান উপকূলের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

শনিবার ভারতের কেন্দ্রীয় দফতর এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, গভীর নিম্নচাপটি ২৬ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নেবে। তবে ভারতীয় উপকূলে কিয়ারের আছড়ে পড়ার সম্ভাবনা বেশ ক্ষীণ।

আরো জানানো হয়েছে, শুক্রবার রাত সাড়ে ১১টায় মধ্যে পূর্ব-মধ্য আরব সাগরে ওই গভীর নিম্নচাপ তৈরি হয়। এটি মহারাষ্ট্রের রত্নগিরির দক্ষিণ থেকে ২০০ কিলোমিটার এবং ৩১০ কিলোমিটার পর্যন্ত পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে মুম্বাইয়ে অবস্থান করবে। 

এদিকে নিম্নচাপের প্রভাবে কোঙ্কন অঞ্চল, গোয়া, কর্নাটকের উপকূলীয় এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে। এছাড়া ওড়িষ্যা, আসাম, মেঘালয়েও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।

ডেইলি বাংলাদেশ/জেডআর/টিআরএইচ