Alexa আসছে জাতীয় কবির ‘বায়োগ্রাফি অব নজরুল’

ঢাকা, শুক্রবার   ২১ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ৯ ১৪২৬,   ২৭ জমাদিউস সানি ১৪৪১

Akash

আসছে জাতীয় কবির ‘বায়োগ্রাফি অব নজরুল’

 প্রকাশিত: ১১:৪৬ ২১ জুলাই ২০১৮   আপডেট: ১১:৪৬ ২১ জুলাই ২০১৮

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন নিয়ে তৈরি হচ্ছে ডকুফিল্ম। এর নাম রাখা হয়েছে ‘বায়োগ্রাফি অব নজরুল’। লেখক ফেরদৌস খানের পরিচালনায় ৯০ মিনিটের ডকুফিল্মটি তৈরি করবেন তিনি। এতে জাতীয় কবির জীবন-কর্ম তুলে ধরা হবে।

এদিকে ফেরদৌস খান দুই দশক ধরে গল্প উপন্যাস লেখালেখির পাশাপাশি নজরুল ও অন্যান্য গুণী ব্যক্তিদের বায়োগ্রাফি নিয়ে কাজ করেছেন। তিনি ২০০০ ও ২০০১ সালের দিকে ছোটদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, স্বামী বিবেকানন্দ, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের জীবনী গ্রন্থ লেখেন। সেই ধারাবাহিকতাতেই এবার ‘বায়োগ্রাফি অব নজরুল’ নির্মাণে আগ্রহী হয়েছেন।

এই ডকুফিল্মটির পরিকল্পনা সম্পর্কে ফেরদৌস খানের ভাষ্য, শুটিংয়ের স্থানগুলো চুড়ান্ত করা হয়েছে। আমি নিজেও সম্প্রতি কলকাতা, আসানসোল, চুরুলিয়াসহ বেশকিছু নজরুল তীর্থস্থান ঘুরে এসেছি। এসব জায়গায় ডকুফিল্মটির শুটিং হবে।

জানা যায়, এই ডকুফিল্মে নজরুলের বাংলাদেশে অবস্থান-বিশেষ করে ত্রিশাল, কুমিল্লা ও ঢাকার বিষয়ে সুস্পষ্ট বর্ণনা থাকবে। ডকুফিল্মটি ইংরেজি ও বাংলা দুই সংস্করনেই নির্মাণ হবে বলে জানান ফেরদৌস।

এদিকে ‘বায়োগ্রাফি অব নজরুল’ প্রায় ৯০ মিনিটের ব্যাপ্তি নিয়ে তৈরি হবে।

ডেইলি বাংলাদেশ/জেডআই