Alexa আশুগঞ্জে মাদক ব্যবসায়ী আটক

ঢাকা, মঙ্গলবার   ১৯ নভেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ৪ ১৪২৬,   ২১ রবিউল আউয়াল ১৪৪১

Akash

আশুগঞ্জে মাদক ব্যবসায়ী আটক

আশুগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৩:১৯ ২১ অক্টোবর ২০১৯   আপডেট: ১৩:২৪ ২১ অক্টোবর ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রোববার রাতে আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতু টোলপ্লাজা থেকে তাকে আটক করা হয়।

প্রাইভেটকার তল্লাশি করে প্রাইভেটকার ও ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তবে এ সময় প্রাইভেটকারে থাকা অন্য মাদক ব্যবসায়ী খোকন পালিয়ে যায়।  

আটক মিজান মিয়া ব্রাহ্মণবাড়িয়ার উত্তর পৈরতলার ৬নম্বর ওয়ার্ডের শাহবাজ আলীর ছেলে।

আশুগঞ্জ থানার ওসি (তদন্ত) ময়নাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাধবপুর থেকে কিছু মাদক ব্যবসায়ী প্রাইভেটকারে কিশোরগঞ্জ যাচ্ছে। প্রাইভেটকারটি টোলপ্লাজায় পৌঁছালে আশুগঞ্জ থানা পুলিশ তাতে তল্লাশি চালায়। এ সময় একটি ব্যাগ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে গাঁজা ও প্রাইভেটকারসহ তাকে আটক করা হয়। 

তিনি আরো জানান, তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে।

ডেইলি বাংলাদেশ/জেএস