Alexa আশুগঞ্জে ১০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস

ঢাকা, সোমবার   ২৬ আগস্ট ২০১৯,   ভাদ্র ১১ ১৪২৬,   ২৪ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

আশুগঞ্জে ১০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস

আশুগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৬:৫২ ২০ জুলাই ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১০হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। 

শনিবার দুপুরে ইউএনও নাজিমুল হায়দার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেঘনার লালপুর, চর সোনারামপুর, আশুগঞ্জ সার কারখানা, ফেরিঘাটসহ বিভিন্ন এলাকা থেকে কারেন্ট জাল উদ্ধার করেন। 

তবে অভিযানে কারেন্ট জাল উদ্ধার হলেও অভিযানের শুরুর পর পর জেলেরা জাল ফেলে পালিয়ে গেলেও তাদের আটক করতে পারেনি প্রশাসন। পরে আটক জালগুলো আশুগঞ্জ সার কারখানা এলাকায় পুড়িয়ে ধ্বংস করা হয়। 

মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়। আটক জালের মূল্য আড়াই লাখ টাকা। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মাইমুনা জাহান, সহকারী মৎস্য কর্মকর্তা সাইদুর রহমানসহ উপজেলা মৎস্য অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।     

ইউএনও নাজিমুল হায়দার বলেন, মৎস্য সপ্তাহ উপলক্ষে আমাদের অভিযান পরিচালনা করা হয়। তবে সারা বছরই আমাদের অভিযান অব্যাহত থাকবে। 

ডেইলি বাংলাদেশ/জেএস

Best Electronics
Best Electronics