Exim Bank
ঢাকা, শনিবার ২৩ জুন, ২০১৮
Advertisement

আশা’র ম্যানেজারকে দণ্ড

 যশোর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২১:১৪, ১৩ মার্চ ২০১৮

১৬৩ বার পঠিত

খবরটি শুনতে এখানে ক্লিক করুন
ফাইল ফটো

ফাইল ফটো

যশোরে আশা’র এক কর্মকর্তাকে যোগদানে বাধা ও মারপিটের অভিযোগে ম্যানেজারকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. শাজাহান আলী এ রায় দেন। দণ্ডপ্রাপ্তের নাম ফসিয়ার রহমান। তিনি অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের আব্দুল গণি মোল্যার ছেলে।

ওই মামলার ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর ৯ আসামিকে খালাস দেয়া হয়েছে। ফসিয়ার পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, বাঘারপাড়া এলাকার আব্দুস সালাম আশার নড়াইল সদর ২ নম্বর ব্রাঞ্চের সহকারী ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। ২০১১ সালের ১২ জুলাই তিনি পদোন্নতি পেয়ে শার্শা সদর ব্রাঞ্চের ম্যানেজার হিসেবে যোগদানের আদেশ পান। এ ব্রাঞ্চের ম্যানেজারের দায়িত্বে ছিলেন ফসিয়ার রহমান। ১৩ জুলাই সকালে আব্দুস সালাম শার্শা ব্যাঞ্চের ম্যানেজার হিসেবে দায়িত্ব বুঝে নিতে চাইলে ফসিয়ার রহমান তাকে দায়িত্ব বুঝে না দিয়ে লাঞ্ছিত করেন। পরে তিনি শার্শা থানায় ১০ জনের নাম উল্লেখ করে মামলা করেন। তদন্ত শেষে ঘটনার সঙ্গে জড়িত থাকায় এসআই মিজানুর রহমান ওই ১০ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। স্বাক্ষ্য গ্রহণ শেষে আসামি ফসিয়ার রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন বছরের কারাদণ্ড দেয়া হয়। জরিমানার টাকা অনাদায়ে তাকে আরো ১ মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

ডেইলি বাংলাদেশ/আরআর

সর্বাধিক পঠিত