Alexa আলুর বদলে বেরিয়ে এলো বিপুলসংখ্যক গুলি

ঢাকা, রোববার   ১৭ নভেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ৩ ১৪২৬,   ২০ রবিউল আউয়াল ১৪৪১

Akash

আলুর বদলে বেরিয়ে এলো বিপুলসংখ্যক গুলি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১২:৫৫ ৮ নভেম্বর ২০১৯   আপডেট: ১৩:০০ ৮ নভেম্বর ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে আলু তুলতে গিয়ে মাটির নিচ থেকে বেরিয়ে এসেছে ৬৫০ রাউন্ড রাইফেল ও পিস্তলের গুলি।

বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার মহারাজপুর এলাকার আবুল হোসেনের জমি থেকে এগুলো উদ্ধার করেছে পুলিশ।

সদর থানার ওসি জিয়াউর রহমান বলেন, ক্ষেত থেকে আলু তুলছিলেন আবুল হোসেন। মাটি খননের সময় কয়েকটি থলের ভেতরে ভারী পদার্থ দেখে পুলিশে খবর দেন তিনি। পরে পুলিশ মাটির নিচ থেকে ৬৫০ রাউন্ড গুলি উদ্ধার করে। এর মধ্যে রয়েছে ৫০৩ রাউন্ড রাইফেলের গুলি ও ১৪৭ রাউন্ড পিস্তলের গুলি।

উদ্ধার করা গুলি স্বাধীনতা যুদ্ধের সময় মাটির নিচে পুঁতে রাখা হয়েছে বলে ধারণা ওসির।

ডেইলি বাংলাদেশ/এমআর