Alexa আ.লীগ কর্মীদের ‘অসমাপ্ত আত্মজীবনী’ পড়তে বললেন ফখরুল

ঢাকা, শুক্রবার   ২৩ আগস্ট ২০১৯,   ভাদ্র ৮ ১৪২৬,   ২১ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

আ.লীগ কর্মীদের ‘অসমাপ্ত আত্মজীবনী’ পড়তে বললেন ফখরুল

 প্রকাশিত: ১৯:৫৫ ৫ সেপ্টেম্বর ২০১৭  

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী পড়তে আওয়ামী লীগ কর্মীদের প্রতি পরামর্শ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার ঈদ-পরবর্তী এক অনুষ্ঠানে সাংবাদিকদের নিজের বাসায় দাওয়াত দিয়েছিলেন মির্জা ফখরুল।

এ সময় সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, ‘আওয়ামী লীগের দাবি বঙ্গবন্ধু ছিলেন সবচেয়ে বেশি গণতান্ত্রিক। আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আমি আহ্বান জানাব তার অসমাপ্ত আত্মজীবনী বইটি ভালো করে পড়ার জন্য। কারণ তিনি বইতে উল্লেখ করেছেন, তার প্রতি কী অত্যাচার করেছিল পাকিস্তান সরকার। তবুও তিনি সবার সমান অধিকারে বিশ্বাস করতেন। তিনি ছিলেন সবচেয়ে বেশি গণতান্ত্রিক।’

বিএনপি সংঘাতে জড়াতে চায় না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আমরা সংঘাত এড়িয়ে যেতে চাই। সরকারের শুভবুদ্ধির উদয় হোক। আমাদের চাওয়া সেটাই।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল নির্বাচনপূর্ব সহায়ক সরকার গঠনের আহ্বান জানান। তিনি বলেন, ‘সরকারের কাছে আহ্বান জানাব সংসদ ভেঙে দিয়ে সহায়ক সরকারের অধীনে নির্বাচন দিন।’ তিনি আরো বলেন, ‘জানুয়ারির মধ্যে সংসদ তো ভেঙে দিতেই হবে। নয়তো তিনশ তিনশ ছয়শ সংসদ সদস্য হয়ে যাবে। আর তা হবে একটি হাস্যকর ব্যাপার।’

ডেইলি বাংলাদেশ/আর কে

Best Electronics
Best Electronics