Alexa আরাধ্যাকে নিয়ে মুম্বাই ছাড়লেন ঐশ্বরিয়া-অভিষেক!

ঢাকা, বৃহস্পতিবার   ২৪ অক্টোবর ২০১৯,   কার্তিক ৮ ১৪২৬,   ২৪ সফর ১৪৪১

Akash

আরাধ্যাকে নিয়ে মুম্বাই ছাড়লেন ঐশ্বরিয়া-অভিষেক!

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১০:৫৩ ১৯ এপ্রিল ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মুম্বাই বিমানবন্দরে তারকাদের আনাগোনা চলতেই থাকে। বৃহস্পতিবার সকালে সেখান থেকেই শহর ছাড়লেন ঐশ্বরিয়া রায় বচ্চন এবং অভিষেক বচ্চন। সঙ্গে ছিল আরাধ্যাও।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে, মেয়েকে নিয়ে গরমের ছুটি কাটাতে মালয়েশিয়া গেলেন দম্পতি। আরাধ্যাকে ছাড়া কোথাও যান না ঐশ্বরিয়া। সে নিয়ে ট্রোলিংয়ের শিকারও হয়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় অনেকে প্রশ্ন করেছিলেন, আরাধ্যা কখন স্কুলে যায় তখন কী করেন নায়িকা? আর সেসব সমালোচনার যোগ্য জবাবও দিয়েছিলেন অভিষেক।

‘ফ্যানি খান’-এ শেষ বার বড়পর্দায় দেখা গিয়েছিল ঐশ্বরিয়াকে। অন্যদিকে ‘মনমর্জিয়া’ ছিল অভিষেক অভিনীত মুক্তিপ্রাপ্ত শেষ ছবি। রিয়েল লাইফের জুটির রিল লাইফেও ফেরার কথা হয়েছিল অনুরাগ কাশ্যপের ছবিতে। কিন্তু বিভিন্ন কারণে সে প্রজেক্ট বাতিল হয়ে যায়। 

মালয়েশিয়া থেকে ছুটি কাটিয়ে ভারতে ফেরার পর ফের নতুন কোনো ছবি নিয়ে অভিষেক-ঐশ্বরিয়া জুটি দর্শকদের সামনে আসেন কিনা, সেটাই এখন দেখার বিষয়।

ডেইলি বাংলাদেশ/টিএএস