Alexa আয়ারল্যান্ডে সাংবাদিক হত্যায় গ্রেফতার দুই

ঢাকা, বৃহস্পতিবার   ২৪ অক্টোবর ২০১৯,   কার্তিক ৮ ১৪২৬,   ২৪ সফর ১৪৪১

Akash

আয়ারল্যান্ডে সাংবাদিক হত্যায় গ্রেফতার দুই

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৩:৩৫ ২০ এপ্রিল ২০১৯   আপডেট: ১৪:০১ ২০ এপ্রিল ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

উত্তর আয়ারল্যান্ডের লন্ডনডেরি শহরে দাঙ্গায় নিহত সাংবাদিক লায়রা ম্যাককি হত্যায় দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের একজনের বয়স  ১৮ ও অন্যজনের  ১৯ বছর। তাদের দুজনকে সন্ত্রাস আইনের অধীনে গ্রেফতার করা হয়েছে।

হত্যায় তারা মুশগ্র্যাভ সিরিয়াস ক্রাইম স্যুট ব্যবহার করেছিল। লন্ডনডেরের ক্রেগগান এস্টেটে তাকে গুলি করা হয়।

আরো পড়ুন>>> উত্তর আয়ারল্যান্ডে দাঙ্গায় সাংবাদিক নিহত

বৃহস্পতিবার রাতে উত্তর আয়ারল্যান্ডে দাঙ্গা টেলিভিশনে সরাসরি দেখানোর সময় ২৯ বছর বয়সী সাংবাদিক মিস ম্যাকিকে গুলি করে হত্যা করা হয়।

উত্তর আয়ারল্যান্ডের পুলিশ সার্ভিস (পিএসএনআই) জানায়, বৃহস্পতিবার রাত ১১ টার দিকে পুলিশকে কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি চালায় ওই দুর্বৃত্তরা।

এমএস ম্যাককি যখন আহত হয়েছিলেন তখন তিনি পুলিশের একটি গাড়ির কাছে দাঁড়িয়ে সরাসরি সম্প্রচারে অংশ নিচ্ছিলেন।

সিসিটিভি ফুঁটেজ ও মোবাইলের ফুটেজ দেখে সন্দেহভাজন বন্দুকধারীদের গ্রেফতার করা হয়েছে।

ভিডিওটিতে দেখা যায়, মুখোশধারী আক্রমণকারী পেছনের দিক থেকে ঘটনাস্থলে ঢুকে পুলিশ ও উপস্থিত জনতার দিকে লক্ষ্য করে গুলি চালায়।

ডেইলি বাংলাদেশ/এমআরকে