Alexa আম গাছে প্রাণ দিলেন চিকিৎসা বঞ্চিত কৃষক 

ঢাকা, সোমবার   ২১ অক্টোবর ২০১৯,   কার্তিক ৫ ১৪২৬,   ২১ সফর ১৪৪১

Akash

আম গাছে প্রাণ দিলেন চিকিৎসা বঞ্চিত কৃষক 

ফরিদপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২৩:৫৪ ২২ সেপ্টেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

ফরিদপুরের সালথায় টাকার অভাবে চিকিৎসা বঞ্চিত হওয়ায় আম গাছে ফাঁস দিয়েছেন এক কৃষক। রোববার সকালে উপজেলার সোনাপুর ইউপির চাঁদপুর গ্রামের ওই আম গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। 

মৃত সাদিক শেখ ওই গ্রামের ওলিমুদ্দিন শেখের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। 

নিহতের ভাতিজা মোস্তাক শেখ বলেন, শনিবার রাতে ঘর থেকে বের হন চাচা সাদিক। পরে তিনি আর ঘরে ফেরেননি । পরদিন সকালে প্রতিবেশীরা বাড়ির পাশের আম গাছে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়। 

তিনি আরো বলেন, চাচা দীর্ঘদিন ধরে পেটের ব্যাথাসহ নানা রোগে ভুগছিলেন। আর্থিক অসচ্ছলতার কারণে উন্নত চিকিৎসা করাতে পারেননি। এ কারণে তিনি আত্মহত্যা করেছেন। 

সালথা থানার ওসি মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, খবর পেয়ে কৃষকের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এমকেএ