Alexa আমেরিকার বিরুদ্ধে ব্যবস্থা নিন: ইরান

ঢাকা, সোমবার   ২৬ আগস্ট ২০১৯,   ভাদ্র ১১ ১৪২৬,   ২৪ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

আমেরিকার বিরুদ্ধে ব্যবস্থা নিন: ইরান

 প্রকাশিত: ১৭:১৪ ২০ ডিসেম্বর ২০১৭  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

তেহরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর স্বাক্ষরিত পরমাণু সমঝোতা লঙ্ঘনের জন্য আমেরিকার নিন্দা জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত গোলাম আলী খোশরু। সেইসঙ্গে আন্তর্জাতিক সমঝোতা বানচালের লক্ষ্যে ওয়াশিংটনের পক্ষে যে চেষ্টা চালানো হচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে বিশ্ব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

পরমাণু সমঝোতা বাস্তবায়ন বিষয়ে জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেস যে প্রতিবেদন প্রকাশ করেছেন সে সম্পর্কে গতকাল মঙ্গলবার সংস্থাটির নিরাপত্তা পরিষদে অনুষ্ঠিত বৈঠকে দেয়া বক্তব্য গোলাম আলী খোশরু এ মন্তব্য করেন।

তিনি বলেন, পরমাণু সমঝোতা পত্র বা জেসিপিওএ মেনে চলতে মার্কিন প্রশাসনের বিরোধীতা এবং ইরানের বিরুদ্ধে নতুন নতুন নিষেধাজ্ঞার মাধ্যমে ওয়াশিংটন এ সমঝোতার ধারা সুষ্পষ্টভাবে লঙ্ঘন করছে।

এ সময় পরমাণু সমঝোতা লঙ্ঘনে আমেরিকাকে প্রশ্রয় দেয়া বিশ্ব সমাজের মোটেও উচিত হবে না বলেও উল্লেখ করেন তিনি।

এ অঞ্চলে ইরানের ভূমিকা বিষয়ে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হেলির অভিযোগ প্রসঙ্গে গোলাম আলী খোশরু বলেন, মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তোলার লক্ষ্যে তার নিজ দেশের অপতৎপরতা এবং এ অঞ্চলে ওয়াশিংটনের হাজার হাজার কোটি ডলারের অস্ত্র বিক্রির বিষয় উল্লেখ করতে নিকি হেলি ব্যর্থ হয়েছেন।

ডেইলি বাংলাদেশ/এমআরকে

Best Electronics
Best Electronics