Alexa আমি রোজা রাখছি, নামাজও পড়ছি: অপু

ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ৬ ১৪২৬,   ২৩ রবিউল আউয়াল ১৪৪১

Akash

আমি রোজা রাখছি, নামাজও পড়ছি: অপু

 প্রকাশিত: ২১:০৪ ৩ জুন ২০১৭   আপডেট: ১৬:৩১ ২৯ আগস্ট ২০১৭

ফাইল ফটো

ফাইল ফটো

চিত্রনায়ক শকিব খানের সঙ্গে বিয়ের পর থেকে নিয়মিত নামাজ পড়ছেন ও রোজা রাখছেন বলে জানিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

তিনি বলেন, আমি রোজা রাখছি, নামাজও পড়ছি। আমাকে কেউ নামাজ পড়া শেখায়নি। আমি নিজে বই পড়ে নামাজ শিখেছি।

অপু বলেন, ২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিবের সঙ্গে আমার বিয়ে হয়। বিয়ের পরের বছর থেকে প্রতি রমজানে আমি রোজা রাখি, নামাজ পড়ি। শাকিবও রোজা রাখে। তার কাছ থেকে রোজা রাখার উৎসাহ পেয়েছি। তবে তখন তো গোপনে রোজা রাখতাম। এখন প্রকাশ্যে রোজা রাখছি। কারণ এর আগে কেউ জানত না যে বিয়ের কারণে আমি মুসলমান হয়েছি। ২০১০ সাল থেকে নামাজও পড়তে শুরু করেছি। শাকিবের সঙ্গে বিয়ের কাবিনে অপু বিশ্বাস নিজের নাম পরিবর্তন করে রাখেন অপু ইসলাম খান।

নাম প্রসঙ্গে তিনি বলেন, আমি সব সময় অপু বিশ্বাস নাম নিয়ে সবার মাঝে বেঁচে থাকতে চাই। কারণ এই নামেই আমি পরিচিত। আর অপু ইসলাম খান আমার নতুন জীবনের নাম। এই নামও আমি পছন্দ করি।

এদিকে আগামী ঈদে অপু অভিনীত ‘রাজনীতি’ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। তাই বর্তমানে এ ছবির প্রচারণায় ব্যস্ত সময় পাড় করছেন তিনি।

ডেইলি বাংলাদেশ/এসএইচ