Alexa ‘আমি ‘রাবিশ’দের নিয়ে মন্তব্য করিনা’

ঢাকা, শনিবার   ২৪ আগস্ট ২০১৯,   ভাদ্র ১০ ১৪২৬,   ২৩ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

‘আমি ‘রাবিশ’দের নিয়ে মন্তব্য করিনা’

স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৬:৩০ ১৬ জুলাই ২০১৯  

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

গেল বছর থেকেই শোনা যাচ্ছে মৌসুম শেষে রিয়াল মাদ্রিদ ছাড়ছেন গ্যারেথ বেল। সম্প্রতি টটেনহামে বেলের ফেরার ব্যাপারে একটি গুজব ছড়িয়ে যায়। তবে এ সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন বেলের ব্যক্তিগত এজেন্ট জনাথন বার্নেট।

জিনেদিন জিদান আগেরবার কোচ থাকার সময়েই মূল দলে ধীরে ধীরে জায়গা হারান বেল। গত মৌসুমে বেলের রিয়াল ছাড়ার কথা থাকলেও রোনালদো চলে যাওয়ায় শেষ পর্যন্ত তা হয়নি।

তবে আবার জিদান রিয়ালের কোচিং বস হয়ে আসার পর থেকেই বেলের রিয়াল ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। বিভিন্ন সময়ে বিভিন্ন ক্লাব বেলের ব্যাপারে আগ্রহ দেখায়। সর্বশেষ রিউমার হলো, টটেনহাম গ্যারেথ বেলের জন্য ৬৮মিলিয়ন ডলার বিট করতে প্রস্তুত।

এ ব্যাপারে বেলের এজেন্টকে জিজ্ঞেস করলে তিনি সরাসরি এই সম্ভাবনা নাকচ করে দেন। বার্নেট এক কথায় বলেন, ‘আমি আবর্জনাদের নিয়ে মন্তব্য করিনা।’

এর আগে ২০০৭ থেকে ২০১৩ সাল পর্যন্ত টটেনহামের হয়ে ২০০টিরও অধিক ম্যাচ খেলেছেন বেল। এরপর সে সময়ের রেকর্ড ১০৬ মিলিয়ন ট্রান্সফার ফিতে রিয়াল মাদ্রিদে যোগ দেন।

ডেইলি বাংলাদেশ/এএল/আরএস

Best Electronics
Best Electronics