Alexa আমি বিশ্বের একমাত্র প্লেয়ার যে...

ঢাকা, শনিবার   ২৪ আগস্ট ২০১৯,   ভাদ্র ৯ ১৪২৬,   ২২ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

আমি বিশ্বের একমাত্র প্লেয়ার যে...

ক্রীড়া প্রতিবেদক

 প্রকাশিত: ১৭:২৮ ২ ডিসেম্বর ২০১৮   আপডেট: ১৭:২৮ ২ ডিসেম্বর ২০১৮

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সদ্য ইনজুরি থেকে ফিরে টেস্ট সিরিজে হয়েছেন সেরা খেলোয়াড়। একই সঙ্গে ঐতিহাসিক এই সিরিজ জয়ে প্রথমবারের মতো ইনিংস ব্যবধানে জিতেছে বাংলাদেশ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে, সাকিব জানালেন প্রথম টেস্ট খেলার মতো অবস্থায় ছিলেন না তিনি।

বছরের শুরুতেই ত্রিদেশীয় কাপে আঙ্গুলের ইনজুরিতে পড়েন টাইগার টেস্ট দলপতি সাকিব আল হাসান। এশিয়া কাপের পর জানা যায়, অন্তত ৩ মাসের আগেই ফিরতে পারছেন না তিনি। তবে একমাসের ব্যবধানেই মাঠের খেলায় ফিরে আসেন বিশ্বসেরা অলরাউন্ডার। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টটা খেলতে একেবারেই প্রস্তুত ছিলেন না। কারণ, শরীর মাঠে আমার জন্য উপযোগী ছিল না। সাকিব বলেন, আসলে প্রথম টেস্ট খেলার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। শারীরিক দিক থেকে কোনোভাবেই ফিট ছিলাম না এই সিরিজের জন্য। তবে কোচ খুব করে চাইছিলেন যে আমি খেলি।"

সাকিব আরো যোগ করে বলেন, " আমাকে যতবার বলা হয়েছে খেলার কথা, আমি বারবারই বলেছি আমার ফিট নই। কোচ বললেন, তুমি ম্যাচ খেললেই ফিট হবে। আমিই বোধহয় বিশ্বের একমাত্র প্লেয়ার যে ম্যাচ খেলে ফিট হই(হাসি)।

ডেইলি বাংলাদেশ/এমএইচ

Best Electronics
Best Electronics