Alexa ‘আমার যুদ্ধটা নিজেকে ফিরে পাওয়ার’

ঢাকা, সোমবার   ১৬ ডিসেম্বর ২০১৯,   পৌষ ১ ১৪২৬,   ১৮ রবিউস সানি ১৪৪১

‘আমার যুদ্ধটা নিজেকে ফিরে পাওয়ার’

 প্রকাশিত: ১৭:৫৮ ২১ জুলাই ২০১৭  

প্রায় এক বছর কিছু না জানিয়ে মিডিয়ার আড়াল হয়ে সকলে ভাবনায় ফেলে দিয়েছিলেন অপু বিশ্বাস। সেই আড়াল ভেঙে ছিলেন বিশাল বিস্ফোরণ এর মাধ্যমে। ফিরে এসেই শাকিব খানের সঙ্গে বিয়েসহ নানা বিষয়ে তুমুল আলোচনার জন্ম দিয়েছিলেন। বিরতির পরপরই এবার ঈদে মুক্তি পেয়েছে শাকিব-অপু জুটির চলচ্চিত্র ‘রাজনীতি’। তরুণ নির্মাতা বুলবুল বিশ্বাস পরিচালিত ছবিটি দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে ইতোমধ্যে। এদিকে আবারো মিডিয়া থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন দর্শকপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। তবে স্থায়ীভাবে নয়, সাময়িক। মাস খানেকের ‘ছুটি’ চান এই অভিনেত্রী। কারণ? জানালেন, ‘‘শরীরটাকে ফিট করতেই আপাতত সাময়িকের জন্য বিরতি নিচ্ছি। প্রত্যেকটা মানুষের শরীরেরই উন্নতি-অবনতি আছে। পুরোদমে কাজে ডুবে থাকলে শরীরের দেখভালের সুযোগটা খুব কম পাওয়া যায়। সেকারণেই কিছুদিনের জন্য আড়ালে থাকতে চাই।’’ এদিকে আজ শুক্রবার ফেসবুকে এক স্ট্যাটাসে নিজের এই লড়াইয়ের কথা জানালেন অপু। তিনি লিখেছন, আমার যুদ্ধটা কোন মানুষ অথবা কোন প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়। আমার যুদ্ধটা আমাকে ফিরে পাওয়ার যুদ্ধ। নিজের জন্য নিজের লড়াই...নিজের ফিটনেস ফিরে পাওয়ার লড়াই। যারা আমাকে ভালোবাসেন, আমাকে নিয়মিত সমর্থন দিয়ে যাচ্ছেন। আমি তাদের জন্য আরো একবার ফিরতে চাই। সেটার লড়াই চলছে। সবশেষে ধন্যবাদ জানিয়ে তিনি লিখেন, ধন্যবাদ আমার সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি, যাদের সমর্থন আমাকে সাহস যোগাচ্ছে প্রতিনিয়ত। আমার সমালোচকদের প্রতিও কৃতজ্ঞ যাদের সমালোচনা আমার ইস্পাত কঠিন মনোবল তৈরি করতে সাহয্য করে। ডেইলি বাংলাদেশ/এসআই