Alexa আবারো সেই মাছ, জাপানজুড়ে সুনামির আতঙ্ক!  

ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২০,   মাঘ ৮ ১৪২৬,   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪১

Akash

আবারো সেই মাছ, জাপানজুড়ে সুনামির আতঙ্ক!  

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৯:৫০ ১১ জানুয়ারি ২০২০   আপডেট: ১৯:৫৩ ১১ জানুয়ারি ২০২০

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সুনামির আতঙ্কে ভুগছে জাপান। বছর কয়েক আগে যে ভয়ঙ্কর সুনামি জাপানিদের চোখের ঘুম কেড়ে নিয়েছিল, ফের সেই আতঙ্কই যেন ফিরে এসেছে। মূলত: একটি বিরল প্রজাতির মাছ দেখে তারা আতঙ্কিত হয়ে পড়েছে। তারা মনে করে ওই মাছই বয়ে আনে ভূমিকম্প ও সুনামির বার্তা।

বিরল প্রজাতির মাছটির নাম ওরফিশ। শুক্রবার এই মাছটি ধরা পড়ে জাপানের তোয়ামা এলাকায়। এ নিয়ে এই মৌসুমে প্রায় সাতটি ওরফিশ ধরা পড়লো। জাপানি ভাষায় এই মাছের নাম ‘রিউগু নো সুকাই’। এর মানে ‘সমুদ্রের ভগবানের অট্টালিকার দূত’।

তারা মনে করে, সমুদ্রের তলদেশ থেকে এই মাছ বয়ে আনে ধ্বংসের বার্তা। আর এ কথার ওপর ভিত্তি করেই আতঙ্ক ছড়াচ্ছে জাপানজুড়ে। তবে বিজ্ঞানীদের মতে, এর কোনো সত্যতা নেই।  

ওরফিশ বা রিউগু নো সুকাই এর গল্পকথা শুরু হয় ২০১১ সালে। সে বছর বিধ্বংসী ভূমিকম্প ও সুনামির ফলে ২০ হাজার মানুষ মারা গিয়েছিল জাপানে। তার আগে অন্তত এক ডজন ওরফিশ জাপানের বিভিন্ন উপকূলে দেখা গিয়েছিল। আবারো এটি দেখায় জাপানিদের আতঙ্ক দিন দিন বেড়েই চলেছে।  

ডেইলি বাংলাদেশ/এমএইচ