Alexa আবারো প্রেমে পড়েছেন তানজিন তিশা

ঢাকা, বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৪ ১৪২৬,   ১৯ মুহররম ১৪৪১

Akash

আবারো প্রেমে পড়েছেন তানজিন তিশা

বিনোদন প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১২:১৮ ২২ আগস্ট ২০১৯   আপডেট: ১৩:৪১ ২২ আগস্ট ২০১৯

তানজিন তিশা এবং জাবিন ইকবাল জাহিন

তানজিন তিশা এবং জাবিন ইকবাল জাহিন

এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। নিজের অভিনয় দিয়ে অল্প সময়েই মিডিয়াতে নিজের জায়গা করে নিয়েছেন তিনি। তবে মিডিয়াতে আসার পরেই অভিনেত্রীর প্রেমের গুঞ্জন শুরু হয়। শুরুতে জনপ্রিয় সংগীতশিল্পী হাবিবের সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী এমন গুঞ্জন রটে। একটি মিউজিক ভিডিওর কাজের কারণে কাছাকাছি আসেন দু’জনে এরপরে প্রেম। 

অভিনেত্রীর এমন গুঞ্জনের বাতাস বইছিল বহুদিন। এরপরে তার নাম জড়ায় অভিনেতা আফরান নিশোর সঙ্গে।  নিশো-তিশার প্রেমের গুঞ্জনের বাতাশ নাটক পাড়ায় বেশ জোরেশোরেই বইছিলো। তবে সে বাতাসে এখন অনেকটাই দমিয়ে গেছে।

তবে প্রেমের গুঞ্জনের বিষয়টি যেন পিছুই ছাড়ছে না তানজিন তিশার। নতুন করে আবার গুঞ্জন উঠেছে অভিনেত্রীর নয়া প্রেমের। জাবিন ইকবাল জাহিন নামে এক ফ্যাশন ডিজাইনারের সঙ্গে নাকি অভিনেত্রী বর্তমানে প্রেম করছেন। জাহিন ও তিশার সোশ্যাল অ্যাকাউন্টে সেই আভাসই পাওয়া যায়।

জানা যায়, এক শোতে তিশার সঙ্গে পরিচয় হয় তিশার। আর তাদের এই সম্পর্কের বিষয়টি নাকি দুজনের পরিবারও জানে।বর্তমানে তিশা ও জাহিন ঈদের ছুটি কাটাচ্ছেন অস্ট্রেলিয়ায়। সেখানে দুজনের বেশ কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন তারা।

ডেইলি বাংলাদেশ/টিএএস