আবারো প্রযোজনায় আনুশকা!
প্রকাশিত: ১৫:০৬ ১ এপ্রিল ২০১৮

ফাইল ফটো
‘এন এইচ টেন’, ‘ফিলাউরি’ ও ‘পরি’এই তিনটি চলচ্চিত্রে প্রযোজনা করে সফল বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। তার তিন চলচ্চিত্রই একই সঙ্গে সমালোচক ও দর্শকদের মন জয় করেছে। নতুন প্রযোজক হিসেবে সেক্ষেত্রে বেশ সফলই বলা চলে আনুশকা শর্মাকে।
এদিকে, তিন সিনেমার সফলতা শেষে আবারো প্রযোজনা নিয়ে নতুন পরিকল্পনা শুরু করেছেন আনুশকা শর্মা।
সাম্প্রতিক তথ্য অনুযায়ী, আবারো পর পর তিনটি চলচ্চিত্র প্রযোজনা করতে যাচ্ছেন তিনি। এবারো আগের মতই তরুণ নির্মাতাদের দিয়েই নিজের চলচ্চিত্রের কাজ করাবেন আনুশকা।
এদিকে এই মুহূর্তে আনুশকা ব্যস্ত আছেন শাহরুখের সঙ্গে ‘জিরো’, বরুণ ধাওয়ানের সঙ্গে নাম ঠিক না হওয়া এক চলচ্চিত্র আর রাজকুমার হিরানীর পরিচালনায় সঞ্জয় দত্তের জীবনী নিয়ে তৈরি চলচ্চিত্র নিয়ে।
ডেইলি বাংলাদেশ/জেডআই