Alexa আবারো নতুন করে ইশান-জানভি!

ঢাকা, মঙ্গলবার   ২০ আগস্ট ২০১৯,   ভাদ্র ৬ ১৪২৬,   ১৯ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

আবারো নতুন করে ইশান-জানভি!

 প্রকাশিত: ১৩:০৩ ৭ জুন ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

কিংবদন্তী বলিউড অভিনেত্রী শ্রীদেবীর মেয়ে জানভি কাপুর। করন জোহর প্রযোজিত ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন এ স্টার কিড। এতে তার বিপরীতে রয়েছেন অভিনেতা শহিদ কাপুরের ভাই ইশান কাট্টার।

‘ধড়ক’ সিনেমার পর আবারো জুটিবদ্ধ হবেন ইশান-জানভি। সম্প্রতি নির্মাতা আর বালকির সঙ্গে দেখা গিয়েছে এ জুটিকে। এরপর থেকেই বিটাউনে গুঞ্জন তার পরের সিনেমায় ইশান-জানভিকে চুক্তিবদ্ধ করতে চলেছেন আর বালকি।

২০১৬ সালে সাড়া জাগানো মারাঠি সিনেমা ‘সাইরাত’। এটির হিন্দি রিমেকই ছিল ‘ধড়ক’। তবে রিমেক হলেও সিনেমাটিতে কিছুটা বৈচিত্র থাকবে বলে নির্মাতার পক্ষ থেকে জানা গেছে। সিনেমাটি পরিচালনা করছেন শশাঙ্ক খাইতান। চলতি বছর জুলাইয়ে সিনেমাটি মুক্তির পাবে।

ডেইলি বাংলাদেশ/টিএএস

Best Electronics
Best Electronics