Alexa আবারো উপস্থাপনায় ঐন্দ্রিলা 

ঢাকা, মঙ্গলবার   ২০ আগস্ট ২০১৯,   ভাদ্র ৫ ১৪২৬,   ১৮ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

আবারো উপস্থাপনায় ঐন্দ্রিলা 

বিনোদন প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৮:৪০ ২১ জুলাই ২০১৯   আপডেট: ১৮:৪৬ ২১ জুলাই ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মাত্র ৪ বছর বয়সে প্রাইজ বন্ডের বিজ্ঞাপনের মডেল হয়ে পরিচিতি লাভ করেন। এরপর সানক্রেস্ট, ফেয়ার অ্যান্ড লাভলি, তিব্বত লিপজেল, ক্যামেলিয়া সাবান, অ্যারোমেটিক সাবানসহ ১৫টি বিজ্ঞাপনে মডেল হয়েছেন। এছাড়াও অভিনয় করেছেন দেড় শতাধিক নাটকে। বলছি প্রয়াত মহানায়ক বুলবুল আহমেদের মেয়ে ঐন্দিলা আহমেদের কথা। 

মাঝে দীর্ঘদিন বিরতি নিলেও গত বছর অভিনয়ে ফিরেন তিনি। কাজ করেন বেশ কিছু নাটক ও বিজ্ঞাপনে। এখন পুরোদমে কাজ নিয়ে ব্যস্ত তিনি। নাটক ও বিজ্ঞাপনের পাশাপাশি উপস্থাপনা করছেন বিভিন্ন শো। সম্প্রতি নাগরিক টেলিভিশনের ‘রান্নার এক্সপার্ট’ নামের একটি শো উপস্থাপনা করছেন ঐন্দ্রিলা। গত দুইদিন ধরে এর শুটিং করছেন তিনি। অনুষ্ঠানটি পরিচালনা করছেন আনিসুর রহমান।

আরো পড়ুন>>> আমার জন্মদিনে বাবা কখনোই শুটিং করতেন না: ঐন্দ্রিলা

অনষ্ঠানটির বিষয়ে ঐন্দ্রিলা আহমেদ বলেন, এটা হচ্ছে নাগরিক টেলিভিশনের সাপ্তাহিক রান্নার শো। দুইদিন শুটিং করেছি, আরও কিছুদিন চলবে। যেহেতু আমি রান্না করতে খুব বেশি পছন্দ করি তাই এই অনুষ্ঠানটিতে উপস্থাপনা করতে পেরে খুব ভাল লাগছে। আমি খুব এনজয় করছি।

এর আগে বেসরকারি টেলিভিশন চ্যানেল আই ও এসএ টিভির দুটি রান্না বিষয়ক ধারাবাহিক শো উপস্থাপনা করতে দেখা গেছে ঐন্দ্রিলাকে। 

ডেইলি বাংলাদেশ/এনএ

Best Electronics
Best Electronics