Alexa আবারো অসুস্থ ইরফান!

ঢাকা, শনিবার   ০৭ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২৩ ১৪২৬,   ১০ রবিউস সানি ১৪৪১

আবারো অসুস্থ ইরফান!

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৪:২৯ ১৬ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ১৪:৩০ ১৬ সেপ্টেম্বর ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গত বছরের মার্চে চিকিৎসার জন্য লন্ডনে উড়াল দেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ইরফান খান। সেখানে গিয়ে জানতে পারেন বিরল ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। এরপরে দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে অবশেষে অনেকটাই সুস্থ হয়ে দেশে ফিরেন। আর দেশে ফিরেই শুটিং-এ অংশ নেন।

কিন্তু শনিবার সকালে মুম্বাই এয়ারপোর্টে হুইল চেয়ারে বসা অবস্থায় ক্যামেরাবন্দি হয়েছিলেন ইরফান খান। এ সময় নিজেকে আড়াল করার জন্য মুখ ঢেকে রাখতে দেখা যায় ইরফান খানকে।  আর অভিনেতার এমন ছবিতে রীতিমতো দুঃচিন্তায় পরে গিয়েছিলো তার ভক্তকূল। 

ভারতীয় গণমাধ্যমকে ইরফান খানের এক বন্ধু জানিয়েছেন- ঘাবড়ানোর কোন কারণ নেই, ইরফান ভালো আছেন। তার চিকিৎসার অংশ হিসেবে সার্জারি হওয়ার কথা ছিল একটি। ‘আংরেজি মিডিয়াম’ এর শুটিং শেষ করে সার্জারির জন্য লন্ডন গিয়েছিলেন ইরফান। 

গত বছরের মার্চে চিকিৎসার জন্য লন্ডনে উড়াল দেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ইরফান খান। সেখানে গিয়ে তিনি নিশ্চিত হন বিরল ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। চলতি বছরের এপ্রিলে ইরফানের সুস্থতার খবর পাওয়া যায় এবং তিনি কাজে ফিরেন।

ডেইলি বাংলাদেশ/টিএএস