Alexa আবারও দ্রুততম মেজবাহ-শিরিন

ঢাকা, বৃহস্পতিবার   ১২ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২৭ ১৪২৬,   ১৪ রবিউস সানি ১৪৪১

আবারও দ্রুততম মেজবাহ-শিরিন

 প্রকাশিত: ১২:৪৭ ২৩ জুলাই ২০১৭  

দেশের দ্রুততম মানব ও মানবীর খেতাব থাকল মেজবাহ আহমেদ ও শিরিন আক্তারের কাছেই। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এনআরবি কমার্শিয়াল ব্যাংক ১৩তম সামার অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ১০০ মিটার স্প্রিন্টে তারা সবার আগে দৌড় শেষ করেন। ১০.৮০ সেকেন্ডে প্রথম হয়েছেন মেজবাহ। জাতীয় পর্যায়ে এনিয়ে ষষ্ঠবার দ্রুততম মানব হলেন তিনি। সামার অ্যাথলেটিকসে এটি তার দ্বিতীয় জয়। এছাড়া জাতীয় অ্যাথলেটিকসে তিনবার ও বাংলাদেশ গেমসে একবার সেরা হন মেজবাহ। সামার অ্যাথলেটিকসের শেষদিন দেশের দ্রুততম মানবের মুকুট ধরে রাখতে তিনি পেছনে ফেলেন শাহ ইমরান ও শরীফুল ইসলামকে। আগামী আগস্টে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে এ জয় ভালো কিছু করার আত্মবিশ্বাস বাড়াবে মনে করেন মেজবাহ। এদিকে জাতীয় পর্যায়ে পঞ্চমবার ১০০ মিটার স্প্রিন্টে সবার সেরা হয়েছেন শিরিন। জাতীয় অ্যাথলেটিকসে তিনবার প্রথম হয়েছেন তিনি। আর এনিয়ে দ্বিতীয়বার সামার অ্যাথলেটিকসে সবার সেরা হলেন। শিরিন তার দৌড় শেষ করেছেন ১২.৩০ সেকেন্ড সময় নিয়ে। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন সোহাগী আক্তার ও সুস্মিতা ঘোষ। অবশ্য দুজনই আক্ষেপ করেছেন, কারণ তারা নিজেদের সেরা টাইমিং থেকে পিছিয়ে ছিলেন। ডেইলি বাংলাদেশ/আরকে