Alexa আবরার স্মরণে খুবিতে প্রদীপ প্রজ্বলন

ঢাকা, রোববার   ২০ অক্টোবর ২০১৯,   কার্তিক ৪ ১৪২৬,   ২০ সফর ১৪৪১

Akash

আবরার স্মরণে খুবিতে প্রদীপ প্রজ্বলন

খুবি প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২১:৪০ ৯ অক্টোবর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের স্মরণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষক ও শিক্ষার্থীরা।

বুধবার সন্ধ্যা ৭টায় বৃষ্টি উপেক্ষা করে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে শুরু হয় এ মোমবাতি প্রজ্বলন কর্মসূচি।

এ সময় উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. মো. সারোয়ার জাহান বলেন, আবরার হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। 

খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা মো. শরীফ হাসান লিমন শিক্ষার্থীদের মানবিক হওয়ার আহ্বান জানিয়ে বলেন, কারো মায়ের বুক খালি করার সংস্কৃতি শিক্ষাঙ্গনে শোভা পায় না।

অপর এক শিক্ষার্থী ইয়াসিন আহমেদ জীবু বলেন, আবরার আমাদের ভাই। আমরা আমাদের ভাই হত্যার বিচার চাই।

পরে শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আবরারের স্মরণে এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে রাত পৌনে আট টায় শেষ হয় এ মোমবাতি প্রজ্বলন কর্মসূচি।

ডেইলি বাংলাদেশ/এমআরকে