Alexa আবগারি শুল্ক ইস্যুতে পিছু হটছে সরকার

ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ৭ ১৪২৬,   ২৪ রবিউল আউয়াল ১৪৪১

Akash

আবগারি শুল্ক ইস্যুতে পিছু হটছে সরকার

 প্রকাশিত: ২০:২৮ ৩ জুন ২০১৭  

প্রস্তাবিত বাজেটে ব্যাংকে ১ লাখ টাকার উপরে আমানতে আবগারি শুল্ক না বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান। শনিবার রাজধানীর লেকশোর হোটেলে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) আয়োজিত বাজেট পরবর্তী এক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ইঙ্গিত দেন। তিনি বলেন, ব্যাংকের আবগারি শুল্ক বাড়ানোর বিষয়ে যে হারে সমালোচনা হচ্ছে তাতে সরকার প্রস্তাবিত আবগারি শুল্ক থেকে পেছনে ফিরবে। জাতীয় সংসদে এ নিয়ে অবশ্যই আলোচনা হবে। সে সময় ব্যাংকের আমানতের উপর শুল্ক পূর্বেরটা বহাল রাখা হতে পারে বলে জানান তিনি। এমসিসিআই সভাপতি রোকেয়া আফজাল রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক গভর্নর ফরাসউদ্দীন, অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর। ডেইলি বাংলাদেশ/এসআই