Alexa আফগানিস্তানে বোমা হামলায় নিহত ১২

ঢাকা, সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ২ ১৪২৬,   ১৭ মুহররম ১৪৪১

Akash

আফগানিস্তানে বোমা হামলায় নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০০:৫৫ ১৯ জুলাই ২০১৯   আপডেট: ০৮:৩১ ১৯ জুলাই ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের কান্দাহার সিটিতে তালেবানের গাড়ি বোমা হামলায় পুলিশ সদস্যসহ কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। এ সময় আরো ৮০ জনেরও বেশি আহত হয়েছেন।

বৃহস্পতিবার কান্দাহার সিটির পুলিশ সদর দফতরের বাইরের গেটের সামনে এ হামলার ঘটনা ঘটে। দেশটির পুলিশ ও মেডিকেল কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

দেশটির দক্ষিণাঞ্চলীয় সিটি পুলিশের প্রধান তাদিন খান জানান, বিস্ফোরণের পরপরই তালেবান জঙ্গিরা আশপাশ এলাকায় এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন। এমনকি সরাসরি নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করেও তারা গুলি করে। 

সংশ্লিষ্টদের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম বলছে, এলাকাটিতে পরপর তিনবার বিস্ফোরণে প্রচণ্ড শব্দ হয়। আর এর পরপরই জঙ্গিরা এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন।

এদিকে প্রাদেশিক গভর্নরের মুখপাত্র বাহির আহমদী জানান, এ ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের মধ্যে সাধারণ লোক ছাড়াও পুলিশ সদস্য রয়েছেন।

ডেইলি বাংলাদেশ/জেডআর