Alexa ‘আপনি কুৎসিত’, যাত্রীকে বললেন বিমানকর্মী! ভিডিও ভাইরাল 

ঢাকা, রোববার   ২২ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৭ ১৪২৬,   ২২ মুহররম ১৪৪১

Akash

‘আপনি কুৎসিত’, যাত্রীকে বললেন বিমানকর্মী! ভিডিও ভাইরাল 

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১২:১২ ২০ আগস্ট ২০১৯  

ছবি- ভিডিও থেকে নেয়া

ছবি- ভিডিও থেকে নেয়া

ফ্লাইট ধরতে বিমানবন্দরে এসেছেন যাত্রী, সে সময় এক মহিলা বিমানবন্দর কর্মী ওই যাত্রীর হাতে একটি চিরকুট দেন। সেই চিরকুটে লেখা ছিল, ‘আপনি কুৎসিত।

এই ঘটনা ঘটেছে আমেরিকার নিউইয়র্ক বিমানবন্দরে। যদিও ঘটনাটি  ঘটেছে বেশ কয়েকমাস আগে। কিন্তু বিমানকর্মীর কাছে অপমানিত হওয়া ওই যাত্রী নিল স্ট্রাসনার সম্প্রতি ঘটনার দিনের ভিডিওর জন্য বিমানবন্দর কর্মীদের কাছে আবেদন জানান। আর সেই ভিডিওটি ইউটিউবে আপলোড করতেই ভাইরাল হয়েছে। তার পর সামনে এসেছে বিষয়টি।

নিল জানিয়েছেন, সিকিউরিটি চেকের সময় ওই মহিলা বিমানবন্দর কর্মী ব্যঙ্গের হাসিতে ফেটে পড়েন। পরে ওই মহিলার বিরুদ্ধে অভিযোগও করেন নিল। 

বিষয়টি নিয়ে নিউইয়র্ক বিমানবন্দরের এক অফিসার বলেছেন, ‘এই ধরনের ঘটনা কখনই বরদাস্ত করা হবে না। তবে অভিযুক্ত ওই মহিলা বিমানকর্মী চুক্তিভিত্তিতে কাজ করেন বলে জানিয়েছেন তিনি।

ভিডিও দেখুন এখানে 

ডেইলি বাংলাদেশ/এমএস