Alexa ‘আপনাদের মেয়েদের নির্ভয়ে স্কুলে পাঠান’

ঢাকা, রোববার   ২০ অক্টোবর ২০১৯,   কার্তিক ৪ ১৪২৬,   ২০ সফর ১৪৪১

Akash

‘আপনাদের মেয়েদের নির্ভয়ে স্কুলে পাঠান’

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৩:৩২ ২১ সেপ্টেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

আপনাদের মেয়েদের নির্ভয়ে স্কুলে পাঠান। আপনাদের সব সমস্যা আমরা দেখবো। নারীদের উদ্দেশ্যে কথাগুলো বলেছেন গুরুদাসপুরের ইউএনও মো.তমাল হোসেন। 

শনিবার সকালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জাতীয় মহিলা সংস্থা তথ্য আপা, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে ক্ষমতায়ন প্রকল্প (২য়) পর্যায় এক উঠান বৈঠক হয়। এতে প্রায় ২০০জন নারী অংশগ্রহণ করে।

ধারাবারিষা ইউপি চত্বরের গুরুদাসপুর উপজেলা তথ্যকেন্দ্রের আয়োজনে তথ্যকেন্দ্রের কর্মকর্তা সালমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও মো.তমাল হোসেন। 

এ সময় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার, মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমীনসহ প্রমুখ।

উঠান বৈঠকে নারীদের উদ্দেশ্যে ইউএনও আরো বলেন, কখনোও কোন মেয়েকে বাল্যবিয়ে দিবেন না। কোনো সমস্যা হলে আমাকে জানান এবং আপনার আশপাশেও বাল্যবিয়ের মতো ঘটনা দেখলেও আমাদেরকে জানাবেন।

ডেইলি বাংলাদেশ/জেএস