Alexa আনুশকার ‘গোয়ায়’ কী?

ঢাকা, সোমবার   ২১ অক্টোবর ২০১৯,   কার্তিক ৫ ১৪২৬,   ২১ সফর ১৪৪১

Akash

আনুশকার ‘গোয়ায়’ কী?

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১০:১৯ ১৬ মে ২০১৯   আপডেট: ১৩:২৯ ১৬ মে ২০১৯

আনুশকা শর্মা

আনুশকা শর্মা

বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। ‘জিরো’ ছবিতে অভিনয়ের পরে আর কোন নতুন কাজও হাতে নেই তার। আর তাই এমন অবসরে স্বামী বিরাট কোহলিকে নিয়ে গোয়ায় উড়ে গেলেন তিনি। বৈশাখের বিকেলে গোয়ায় একটি রেস্তোরাঁয় সময় কাটাতে দেখা গেল বিরাট-অনুশকাকে। তবে এমন অবসরের মাঝেও ভিন্ন কাজেও সেখানে গিয়েছেন  বিরাট পত্নী। 

রেস্তোরাঁয় সময় কাটানোর সময় আনুশকা এবং বিরাট কোহলির এই আয়োজনে তাদের সঙ্গে ছিলেন অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। এই ব্যক্তির সঙ্গেই গভীর আলোচনায় মগ্ন ছিলেন তারা। তবে কী নিয়ে তারা আলোচনা করছেন সেই জল্পনায় এখন মশগুল পুরো নেট দুনিয়া। এমন সেই ছবিই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। 

দুজনের পরনেই ছিল সামার কুল সাদা শার্ট। আপাতত কোনো নতুন ছবিতে সই করেননি অনুশকা। নিজের মতো করে সময় কাটাচ্ছেন। ব্যস্ত নিজের প্রোডাকশন হাউসের কাজ নিয়েও। আর কিছুদিন বাদেই বিরাট উড়ে যাবেন বিশ্বকাপের জন্য। তার আগে একান্তে ছুটি উপভোগ করছেন দুজনেই।

ডেইলি বাংলাদেশ/টিএএস