Alexa আনিসুল ও নজিরের মনোনয়ন বৈধ

ঢাকা, মঙ্গলবার   ২২ অক্টোবর ২০১৯,   কার্তিক ৭ ১৪২৬,   ২৩ সফর ১৪৪১

Akash

আনিসুল ও নজিরের মনোনয়ন বৈধ

সুনামগঞ্জ প্রতিনিধি

 প্রকাশিত: ১৬:৪৭ ২ ডিসেম্বর ২০১৮   আপডেট: ১৬:৪৭ ২ ডিসেম্বর ২০১৮

ফাইল ফটো

ফাইল ফটো

সুনামগঞ্জ-১ আসনে আনিসুল হক ও নজির হোসেনের  মনোনয়ন বৈধ ঘোষণা করেছে সুনামগঞ্জ জেলা রিটানিং অফিসার। 

আনিসুল হক সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও তাহিরপুর উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান। নজির হোসেন, সুনামগঞ্জ ১ আসনের সাবেক এমপি ও সস্কারপন্থি নেতা। 

এদিকে বিএনপির আরেক তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে। সুনামগঞ্জ জেলা রিটারনিং অফিসারের কার্য্যালয় সূত্রে জানাযায়, তিনি নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন নি। তিনি ঋনখেলাপি ও বিল খেলাপির কারণে মনোনয়ন অবৈধ করা হয়।

এদিকে সুনামগঞ্জ-৪ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরিন এর মনোনয়ন বাতিল করেছেন সুনামগঞ্জ জেলা রিটানিং অফিসার আব্দুল আহাদ। ঋন খেলাপি ও বিল খেলাপির কারণে মনোনয়ন বাতিল হয়।

বিএনপির এ দুই প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করায় তারা আপিল করবেন বলে জানাযায়।

ডেইলি বাংলাদেশ/এসকে