Alexa আদালতের আদেশে ডিআইজি মিজান গ্রেফতার

ঢাকা, শনিবার   ২১ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৬ ১৪২৬,   ২১ মুহররম ১৪৪১

Akash

আদালতের আদেশে ডিআইজি মিজান গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৬:৪৫ ১ জুলাই ২০১৯   আপডেট: ১৬:৫৬ ১ জুলাই ২০১৯

ফাইল ছবি

ফাইল ছবি

অবৈধ সম্পদের মামলায় সাময়িক বরখাস্ত ডিআইজি মিজানুর রহমানের জামিন আবেদন নাকচ করে এখনি গ্রেফতারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এরপরই তাকে পুলিশী হেফাজতে নেয়া হয়েছে।

সোমবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চে এ জামিন আবেদনের ওপর শুনানি হয়। দুপুর আড়াইটার দিকে আগাম জামিন নিতে আদালতে উপস্থিত হন অভিযুক্ত মিজান।

শুনানির সময় ডিআইজি মিজানুর রহমান পুলিশের ভাবমূর্তি ও সুনাম ক্ষুন্ন করেছেন বলে মন্তব্য করেছে সর্বোচ্চ আদালত। পরে তার জামিন আবেদন নাকচ করে দিয়ে তাকে এখনি গ্রেফতারে নির্দেশ দেয়া হয়।

আদালতে মিজানের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোমতাজউদ্দিন আহমদ মেহেদী, দুদকের পক্ষে ছিলেন খুরশিদ আলম খান।

গত ২৪ জুন মিজানুর রহমান ও তার স্ত্রীসহ স্বজনদের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদকের পরিচালক মনজুর মোরশেদ। দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা -১ এ দায়ের করা এ মামলায় তিন কোটি সাত লাখ ৫ হাজার ২১ টাকার সম্পদের তথ্য গোপন ও তিন কোটি ২৮ লাখ ৬৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। ডিআইজি মিজানুর রহমানের পাশাপাশি তার স্ত্রী সোহেলিয়া আনার রত্না, ভাগ্নে পুলিশের এসআই মাহমুদুল হাসান ও ছোট ভাই মাহবুবুর রহমানকে এ মামলায় আসামি করা হয়।

ডেইলি বাংলাদেশ/টিএ/আরএইচ