Alexa আত্রাইয়ে পানিতে ডুবে দুই জনের মৃত্যু

ঢাকা, বুধবার   ১৯ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ৬ ১৪২৬,   ২৪ জমাদিউস সানি ১৪৪১

Akash

আত্রাইয়ে পানিতে ডুবে দুই জনের মৃত্যু

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২২:২৭ ১২ জুন ২০১৯   আপডেট: ২২:২৯ ১২ জুন ২০১৯

ফাইল ছবি

ফাইল ছবি

নওগাঁর আত্রাইয়ে বুধবার পানিতে ডুবে দুই জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন বৃদ্ধ ও অপরজন শিশু। মৃতরা হলেন- উপজেলার দিঘা সরদারপাড়া গ্রামের  ছবর আলী মন্ডলের ছেলে শফির মন্ডল ও উপজেলার শুকটিগাছা কেডি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. হামিদুর রহমান বিপ্লবের ছেলে নিবরাজ প্রামানিক।

স্থানীয়দের বরাত দিয়ে আত্রাই থানার ওসি মো. মোবারক হোসেন বলেন,  সকালে উপজেলার আহসানগঞ্জ ইউপির দিঘা মৈত্রীপাড়ায় শফির মন্ডল বাড়ির পাশের ব্রিজে বসেন। হঠাৎ মাথা ঘুরে ব্রিজের নিচে পানিতে পড়ে যান তিনি। পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

অপরদিকে দুপুরে উপজেলার হাটকালুপাড়া ইউপির কচুয়ায় নানা বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবেন শিশু নিবরাজ। পরে তাকে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মৃত্যু হয়।

ডেইলি বাংলাদেশ/এমকেএ