Alexa আত্মহত্যার স্ট্যাটাস, পুলিশকে জানিয়ে দিলো ফেসবুক

ঢাকা, বৃহস্পতিবার   ২২ আগস্ট ২০১৯,   ভাদ্র ৭ ১৪২৬,   ২০ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

আত্মহত্যার স্ট্যাটাস, পুলিশকে জানিয়ে দিলো ফেসবুক

ডেস্ক নিউজ ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৯:৪৯ ২৩ জুলাই ২০১৯  

আত্মহত্যা করবেন বলে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেয় এক তরুণ। ওই স্ট্যাটাস দেয়া মাত্রই ফেসবুক কর্তৃপক্ষ ই-মেইলের মাধ্যমে পুলিশকে জানান। খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে তরুণের আত্মহত্যা ঠেকিয়েছে পুলিশ। সোমবার মধ্যরাতে ভারতের কলকাতায় এই ঘটনা ঘটে।

কলকাতা পুলিশের অপরাধ দমন শাখা এবং সাইবার সিকিউরিটি সেল ওই তরুণের ফেসবুক প্রোফাইল থেকে আইপি অ্যাড্রেস ট্র্যাক করার মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে। পিকনিক গার্ডেন নামক এলাকায় থাকা ওই তরুণের কাছে ছুটে যায় তারা।

ভারতীয় সংবাদ মাধ্যম পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, সোমবার মধ্যরাতে ফেসবুক কর্তৃপক্ষের কাছ থেকে একটি ই-মেইল আসে কসবা থানায়। তারা এর মাধ্যমে জানতে পারে এক তরুণ আত্মহত্যা করবে বলে ফেসবুকে পোস্ট দিয়েছে। পোস্টে সেই তরুণ লিখেছে, সে আত্মহত্যা করতে যাচ্ছে। পরে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয় পুলিশ।

ডেইলি বাংলাদেশ/এমএস

Best Electronics
Best Electronics