Alexa আত্মসমর্পণ করে পুরস্কার জিতে নিলেন তিন মাদকসেবী

ঢাকা, শনিবার   ০৭ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২৩ ১৪২৬,   ১০ রবিউস সানি ১৪৪১

আত্মসমর্পণ করে পুরস্কার জিতে নিলেন তিন মাদকসেবী

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২১:০৮ ২১ সেপ্টেম্বর ২০১৯  

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আত্মসমর্পণ করে পুরস্কার জিতে নিলেন তিন মাদকসেবী। শনিবার বিকেলে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানায় এ ঘটনা ঘটে।

আত্মসমর্পণকারীরা হলেন মহিপুর সদর ইউপির কমরপুর গ্রামের মো. ইউনুচ বয়াতির ছেলে মো. রাসেল বয়াতি, বিপিনপুর গ্রামের মো. শহিদ হাওলাদারের ছেলে মো. বাবু হাওলাদার এবং কুয়াকাটা পৌরসভার পশ্চিম কুয়াকাটা গ্রামের আ. গফ্ফার মুন্সীর ছেলে মো. হাবিব মুন্সী।

‘দরিদ্র মাদকসেবী পুনর্বাসন কর্মসূচি’র আওতায় তারা আত্মসমর্পণ করেন ।

এ উপলক্ষে বিকেল ৩টায় থানা ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর অ্যাডিশনাল এসপি মোহাম্মদ মাহফুজুর রহমান। তিনি আত্মসমর্পণকারীদের হাতে পুরস্কার তুলে দেন।

প্রধান অতিথি তার বক্তব্যে ওই মাদকসেবীদের স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য ধন্যবাদ জানান এবং অন্য মাদকসেবী ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের ফিরে আসার জন্য অনুরোধ করেন।

আত্মসমর্পণকারী মো. রাসেল বয়াতিকে নগদ ৫ হাজার টাকা, মো. বাবু হাওলাদারকে একটি ভ্যানগাড়ি ও মো. হাবিব মুন্সীকে একটি সেলাই মেশিন দেয়া হয়। 

মহিপুর থানার ওসি মো. সোহেল আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি আ. বারেক মোল্লা, লতাচাপলী ইউপি চেয়ারম্যান মো. আনছার উদ্দিন মোল্লা, ধুলাসার ইউপি চেয়ারম্যান আ. জলিল আকন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মো. শাহআলম হাওলাদার, মহিপুর প্রেস ক্লাব সভাপতি মো. মনিরুল ইসলাম প্রমুখ।

ডেইলি বাংলাদেশ/জেএইচ