Alexa আত্মসমর্পণে রাজি জঙ্গি আব্দুল্লাহ: র‌্যাব

ঢাকা, রোববার   ১৮ আগস্ট ২০১৯,   ভাদ্র ৩ ১৪২৬,   ১৬ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

আত্মসমর্পণে রাজি জঙ্গি আব্দুল্লাহ: র‌্যাব

 প্রকাশিত: ১৯:৩৯ ৫ সেপ্টেম্বর ২০১৭  

মিরপুরের দারুস সালাম থানার ভাঙা দেয়াল এলাকায় ‘জঙ্গি আস্তানা’য় থাকা সন্দেহভাজন জঙ্গি আবদুল্লাহ আত্মসমর্পণে রাজি হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান। তিনি বলেন, ‘জঙ্গি আব্দুল্লাহর স্ত্রী জানিয়েছেন,আব্দুল্লাহ রাত সাড়ে ৭টা/৮টার দিকে আত্মসমর্পণ করতে পারে।’ মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঘটনাস্থলের কাছে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান তিনি।

মুফতি মাহমুদ খান বলেন, ‘সোমবার গভীর রাতে অভিযান শুরুর পর থেকেই আমাদের চেষ্টা ছিল, এ জঙ্গিকে আত্মসমর্পণ করানোর। এ জন্য দিনভর নানাভাবে চেষ্টাও করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমাদের চেষ্টার মধ্যেই এক সময় ওই জঙ্গি তার স্ত্রী ও সন্তানকে বারান্দায় বের করে দেয়। সেখানে র‌্যাবের অভিযাত্রিক দলের সঙ্গে তার স্ত্রীর আকার-ইঙ্গিতে কথা হয়।’

র‌্যাবের এই মুখপাত্র বলেন, ‘সে (জঙ্গি) যদি ওই সময় ঠিকঠাক মতো আত্মসমর্পণ করে তাহলে তো ভালোই। আর যদি সে ডেস্ট্রাকটিভ হয়ে ওঠে তাহলে আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব।’ তিনি আরও বলেন, ‘ওই ভবনে অনেকগুলো পরিবার ছিল। তাদের সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এখন জঙ্গি পরিবার ছাড়া ওই ভবনে আর কেউ নেই।’

ডেইলি বাংলাদেশ/আর কে

Best Electronics
Best Electronics