Alexa আতিফকে সরালেন সালমান, পাকিস্তানে নেই ‘টোটাল ধামাল’

ঢাকা, মঙ্গলবার   ১৬ জুলাই ২০১৯,   শ্রাবণ ১ ১৪২৬,   ১২ জ্বিলকদ ১৪৪০

আতিফকে সরালেন সালমান, পাকিস্তানে নেই ‘টোটাল ধামাল’

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১২:৪৬ ১৯ ফেব্রুয়ারি ২০১৯  

আতিফ আসলাম এবং সালমান খান

আতিফ আসলাম এবং সালমান খান

সালমান খান প্রোডাকশনের ছবি নোটবুক থেকে সরানো হল পাকিস্তানি গায়ক আতিফ আসলামকে। অভিনেতা নিজেই তার প্রোডাকশন হাউসকে এমন নির্দেশ দিয়েছেন বলে খবর প্রকাশ করেছে ভারতের একাধিক গণমাধ্যম।

এছাড়া, আতিফ আসলামকে সরিয়ে সেই ছবির গানগুলির রি-রেকর্ডিং অতি দ্রুত শেষ করতেও নির্দেশ দিয়েছেন সালমান।

ইতোমধ্যে পুলওয়ামা-কাণ্ডের জেরে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন পাকিস্তানি শিল্পীদের বলিউডে ‘নিষিদ্ধ’ ঘোষণা করেছে। এমনকি, যে বা যারা সংগঠনের নির্দেশ উপেক্ষা করে পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজ করবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে সংগঠন। 

সেই সিদ্ধান্তকে সম্মান জানাতে সালমান খান প্রোডাকশন আতিফ আসলামকে সরানোর সিদ্ধান্ত নিয়েছে, দাবি বলিউডের প্রযোজক সংগঠনের।

এদিকে অজয় দেবগণ, মাধুরী দীক্ষিত, অনিল কাপুর অভিনীত কমেডি ছবি ‘টোটাল ধামাল’ মুক্তি পাবে না পাকিস্তানে। সোমবার টুইট করে ছবির প্রযোজনা সংস্থার এই সিদ্ধান্ত স্পষ্ট করেন অজয় দেবগণ। 

টুইটে অজয় দেবগণ লেখেন, পুলওয়ামা-কাণ্ডের প্রেক্ষিতে ‘টোটাল ধামাল’ পাকিস্তানে রিলিজ না করানোর সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা সংস্থা।

ডেইলি বাংলাদেশ/টিএএস