Alexa আজ সৌদিতে ঈদ, কাল বাংলাদেশে

ঢাকা, সোমবার   ২৩ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৯ ১৪২৬,   ২৪ মুহররম ১৪৪১

Akash

আজ সৌদিতে ঈদ, কাল বাংলাদেশে

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২৩:০৬ ৩ জুন ২০১৯   আপডেট: ০৩:৪৩ ৪ জুন ২০১৯

সংগৃহিত

সংগৃহিত

সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আজ মঙ্গলবার দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। ওই হিসেবে মঙ্গলবার বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেলে বুধবার ঈদ উদযাপিত হবে।

সৌদি আরবের তুমাইর চাঁদ পর্যবেক্ষণ কমিটি সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছে।

এদিকে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তানসহ আরো কয়েকটি দেশ আগামী ৫ জুন ঈদ-উল-ফিতরের ঘোষণা দিয়েছে। ইন্দোনেশিয়া এক বিবৃতিতে বলছে, রমজান মাসের শেষ দিন মঙ্গলবার এবং পরদিন বুধবার অনুষ্ঠিত হবে ঈদ-উল-ফিতর। আরবি ভাষার দৈনিক আল মোয়াতেন সংবাদে জানিয়েছে, ইন্দোনেশিয়ায় সোমবার চাঁদ দেখা যাবে না।

জাপান এবং মালয়েশিয়ার চাঁদ দেখা কমিটি আগামী বুধবার ঈদ-উল-ফিতরের ঘোষণা দিয়েছে।

ব্যাঙ্ককে নিযুক্ত আরব আমিরাতের দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, পবিত্র রমজান মাসের শেষ দিন মঙ্গলবার। পরদিন বুধবার ঈদ-উল-ফিতর অনুষ্ঠিত হবে। এদিকে পাকিস্তানও বলছে, আগামী বুধবার অনুষ্ঠিত হবে পবিত্র ঈদ-উল-ফিতর।

এছাড়া অস্ট্রেলিয়াও ঈদ-উল-ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে। দেশটির জাতীয় ইমাম কাউন্সিল বলছে, বুধবার অস্ট্রেলিয়ায় ঈদ-উল-ফিতর উদযাপিত হবে।

ডেইলি বাংলাদেশ/এলকে