Alexa আজ রাতে খালেদা-সুষমা বৈঠক

ঢাকা, শুক্রবার   ০৬ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২১ ১৪২৬,   ০৮ রবিউস সানি ১৪৪১

আজ রাতে খালেদা-সুষমা বৈঠক

 প্রকাশিত: ১২:৩৫ ২২ অক্টোবর ২০১৭   আপডেট: ১৯:৫৭ ২২ অক্টোবর ২০১৭

ফাইল ছবি

ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। আজ (রবিবার) রাত ৮টায় রাজধানীর হোটেল সোনাগাঁওয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংসের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সময় খালেদা জিয়ার সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহউদ্দীন আহমেদ উপস্থিত থাকবেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ আজ দুপুরে ২৪ ঘণ্টার সফরে ঢাকায় আসছেন। রবিবার (২২ অক্টোবর) দুপুরে নাগাদ তিনি ঢাকায় পৌঁছাবেন। বিশেষ বিমানযোগে তিনি ঢাকায় কুর্মিটোলায় বঙ্গবন্ধু বিমান ঘাঁটিতে এসে পৌঁছলে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী স্বাগত জানাবেন।

বিকাল ৪টায় হোটেল সোনারগাঁও-এ বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শক কমিটির (জেসিসি) বৈঠকে যোগ দেবেন। এদিন সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন সুষমা স্বরাজ। রাতে পররাষ্ট্রমন্ত্রী আহূত নৈশভোজে যোগ দেবেন।

এর আগে ২০১৪ সালে সুষমা পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রথম ঢাকা সফর করেন। সে সময়ও সোনারগাঁও হোটেলে সুষমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন খালেদা জিয়া।

ডেইলি বাংলাদেশ/টিআরএইচ