Alexa আজ বনভোজন দিবস

ঢাকা, শুক্রবার   ১৯ জুলাই ২০১৯,   শ্রাবণ ৪ ১৪২৬,   ১৫ জ্বিলকদ ১৪৪০

আজ বনভোজন দিবস

ভ্রমণ ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০৯:৪৪ ১৮ জুন ২০১৯  

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

অজানাকে জানা, অচেনাকে চেনার আগ্রহী মানুষের সংখ্যা নেহায়েত কম নয়। তাইতো বিশ্বজুড়ে বেড়েই চলছে বনভোজন আয়োজনের সংখ্যা। বিষয়টিকে আরো জনপ্রিয় করতে প্রতিবছরই ১৮ জুন পালিত হয় আন্তর্জাতিক বনভোজন দিবস।

দিবসটির যাত্রা কবে থেকে শুরু, এর নেপথ্যে কারা- সেটা জানা যায়নি। তবে কেউ কেউ মনে করেন, ফরাসিরাই এর উদ্যোক্তা। ফরাসি বিপ্লবের আগে বড় পার্কগুলোতে সাধারণ মানুষ ঢুকতে পারত না। ফরাসি বিপ্লবের পর সাধারণ মানুষের জন্য প্রথমবারের মতো পার্কগুলো খুলে দেয়া হয়। আর মানুষজন তখন পার্কে গিয়ে খাবার খেতো, মজা করতো। ‘পিকনিক’ শব্দের উৎপত্তিও কিন্তু ফরাসি ভাষা থেকে।

আমাদের দেশে শীতকালে বনভোজন বেশি আয়োজিত হলেও শীতপ্রধান দেশে হয় গরমকালে। আসলে বনভোজন মানে আনন্দ-উৎসব সহযোগে বনে কিংবা বাড়ির বাইরে ভোজন। সাধারণত মনোরম ও সুন্দরতম স্থানকেই বনভোজনের জন্য নির্বাচিত করা হয়। পার্ক বা উদ্যান, হ্রদ কিংবা সমুদ্রের মতো চিত্তাকর্ষক স্থানকেই প্রাধান্য দেয়া হয়।

ডেইলি বাংলাদেশ/এনকে