Alexa আজ থেকে সারাদেশে কমবে বৃষ্টি

ঢাকা, বুধবার   ১৭ জুলাই ২০১৯,   শ্রাবণ ২ ১৪২৬,   ১৩ জ্বিলকদ ১৪৪০

আজ থেকে সারাদেশে কমবে বৃষ্টি

 প্রকাশিত: ০৯:২৮ ২২ অক্টোবর ২০১৭   আপডেট: ১৯:২২ ২৩ অক্টোবর ২০১৭

ফাইল ছবি

ফাইল ছবি

অবশেষে টানা বৃষ্টিপাত অবসানের আবাস দিলো আবহাওয়া বিভাগ। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে গত দু’দিন যাবৎ সারাদেশে বৃষ্টিপাত হচ্ছে। টানা এই বৃষ্টিতে অতিষ্ঠ দেশবাসী।

রবিবার (২২ অক্টোবর) বৃষ্টির প্রকোপ কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অফিস বলছে, চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়া বার্তায় আরও বলা হয়েছে, রবিবার ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা ১ থেকে ৫ ডিগ্রি হ্রাস পেতে পারে। সূত্র: আবহাওয়া অধিদফতর।

ডেইলি বাংলাদেশ/টিআরএইচ