Alexa আজ থেকে শুরু হলো কন্ডিশনিং ক্যাম্প

ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ২ ১৪২৬,   ১৭ মুহররম ১৪৪১

Akash

আজ থেকে শুরু হলো কন্ডিশনিং ক্যাম্প

স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৬:০৩ ১৯ আগস্ট ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সামনে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট, তারপর ত্রিদেশীয় সিরিজ। আর এই সিরিজকে সামনে রেখে আজ থেকে শুরু হয়েছে টাইগারদের কন্ডিশনিং ক্যাম্প।

সোমবার লঙ্কান ট্রেনার মারিও ভিল্লাভারায়নের তত্ত্বাবধানে সকাল সাড়ে আটটায় ফিটনেস ট্রেনিং দিয়ে শুরু হয় জাতীয় দলের এবারের ক্যাম্প। 

আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচের টেস্ট আর জিম্বাবুয়ে, আফগানিস্তান এবং বাংলাদেশকে নিয়ে তিন জাতি টি-টোয়েন্টির যে আসর বসতে যাচ্ছে, এ কন্ডিশনিং ক্যাম্প তারই প্রস্তুতি।

এ ক্যাম্পে ডাকা হয়েছে ৩৫ জন ক্রিকেটারকে। যাদের মধ্যে রয়েছেন গত এক বছর টেস্ট এবং টি-টোয়েন্টি দলে থাকা ২৪/২৫ ক্রিকেটার। সঙ্গে বাংলাদেশ ইমার্জিং দলে থাকা ১০ তরুণ ক্রিকেটারও আছেন।

তবে ছুটিতে থাকায় কন্ডিশনিং ক্যাম্পে দলের সঙ্গে নেই  তামিম ইকবাল ও সাকিব আল হাসান। সাকিব যুক্তরাষ্ট্র থাকায় ফিরে এসে যোগ দেবেন।

২১ আগস্ট আসবেন নতুন হেড কোচ রাসেল ডোমিঙ্গো। তার আগে কন্ডিশনিং ক্যাম্পে ফিটনেস টেস্টের পুরো দায়িত্ব ভিল্লাভারায়নের।

ডেইলি বাংলাদেশ/সালি