Alexa আজ থেকে আবারো ‘৫১ বর্তী’

ঢাকা, সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ১ ১৪২৬,   ১৬ মুহররম ১৪৪১

Akash

আজ থেকে আবারো ‘৫১ বর্তী’

বিনোদন প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৪:৩০ ৯ সেপ্টেম্বর ২০১৯  

‘৫১ বর্তী’ নাটকের দৃশ্য

‘৫১ বর্তী’ নাটকের দৃশ্য

টেলিভিশনের দর্শকদের কাছে এক সময় ‘৫১ বর্তী’ খুবই জনপ্রিয় ধারাবাহিক নাটক ছিলো। আনিসুল হকের রচনায় এ ধারাবাহিকটি পরিচালনা করেছিলেন জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। একটি যৌথ পরিবারের গল্প ‘৫১ বর্তী’। এই ধারাবাহিকটি আবারো প্রচারে আসছে। 

একটি পরিবারে বাস করা বাড়ির প্রতিটি সদস্যের জীবনচিত্র, সুখ-দুখ, হাসি-কান্না ফুঠে উঠেছে এ নাটকে। যা সাধারণ মানুষের প্রতিটি ঘরের সকল সদস্যের আসল গল্পটি তুলে ধরা হয়েছে এই নাটকের মাধ্যমে। 

এ ধারাবাহিকে অভিনয় করেছেন দিলারা জামান, মাসুদ আলী খান, ফারহানা মিঠু, মাহফুজ আহমেদ, শাহেদ শরীফ খান, শ্রাবন্তী, অপি করিম, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, আরমান পারভেজ মুরাদ, মারজুক রাসেল, মৌটুসী, নায়লা, মোনা, সোহাগ, বাপী করিম, কাব্য প্রমুখ।

চ্যানেল আই-এর দুই দশক পূর্তি উপলক্ষে সোমবার থেকে এ ধারাবাহিকটির প্রচার শুরু হচ্ছে। এছাড়া প্রতি সপ্তাহের সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টায় নাটকটি দেখা যাবে চ্যানেল আইয়ের পর্দায়।

ডেইলি বাংলাদেশ/এনএ