Alexa আজ অফিস করবেন কাদের

ঢাকা, সোমবার   ২১ অক্টোবর ২০১৯,   কার্তিক ৫ ১৪২৬,   ২১ সফর ১৪৪১

Akash

আজ অফিস করবেন কাদের

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১২:৪৮ ১৬ মে ২০১৯  

ফাইল ফটো

ফাইল ফটো

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ বৃহস্পতিবার সচিবালয়ে তার মন্ত্রণালয়ে অফিস করবেন বলে জানা গেছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য কর্মকর্তা আবু নাছের এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এই মুহূর্তে (পৌনে ১২টা) তিনি (ওবায়দুল কাদের) বাসায় অবস্থান করছেন। অল্প সময়ের মধ্যে মন্ত্রণালয়ের উদ্দেশে রওনা দেবেন।

দীর্ঘ ২ মাস ১০ দিন চিকিৎসা শেষে গতকাল বুধবার বিকেলে দেশে ফেরেন ওবায়দুল কাদের। গেলো ৩ মার্চ সকালে বুকে প্রচণ্ড ব্যথা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হন তিনি। পরে উন্নত চিকিৎসার জন্য ৪ মার্চ তাকে সিঙ্গাপুর নেয়া হয়।

ডেইলি বাংলাদেশ/এমআরকে