Alexa আজও চলছে পোশাক শ্রমিকদের অবরোধ

ঢাকা, শনিবার   ১৮ জানুয়ারি ২০২০,   মাঘ ৪ ১৪২৬,   ২২ জমাদিউল আউয়াল ১৪৪১

Akash

আজও চলছে পোশাক শ্রমিকদের অবরোধ

নিজস্ব প্রতিবেদক :: staff-reporter

 প্রকাশিত: ১০:৫৩ ৯ জানুয়ারি ২০১৯   আপডেট: ১২:৫৫ ৯ জানুয়ারি ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

বকেয়া বেতন পরিশোধ, ন্যূনতম মজুরি বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে টানা পঞ্চম দিনের মত পোশাক শ্রমিকদের অবরোধ চলছে। 

বুধবার সকাল থেকেই রাজধানীর আব্দুল্লাহপুর থেকে এয়ারপোর্ট, উত্তরা, মিরপুর ও কালশী এলাকায় রাস্তা বন্ধ করে অবরোধ করছেন শ্রমিকরা। এতে ঢাকা-ময়মনসিংহ সড়কে যান চলাচন বন্ধ হয়ে গেছে।

ঢাকা-ময়মনসিংহ সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে পড়ায় ভোগান্তির শিকার হয়েছেন বিপুলসংখ্যক পথচারী। মহাসড়কের যানজট বিভিন্ন গলিতেও গিয়ে পৌঁছেছে। 

জানা গেছে, গাজীপুর জেলা কমিটির সভাপতি, সিপিবি গাজীপুর জেলা সাধারণ সম্পাদক ও শ্রমিকনেতা জিয়াউল কবির খোকনকে বুধবার মধ্যরাতে গ্রেফতার করেছে পুলিশ।

ডেইলি বাংলাদেশের প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী সাভার, আশুলিয়া, গাজিপুরসহ বেশকিছু জায়গায় শ্রমিকরা অবরোধ করছেন।

ডেইলি বাংলাদেশ/ইএ/টিআরএইচ