Alexa আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

ঢাকা, বৃহস্পতিবার   ১৭ অক্টোবর ২০১৯,   কার্তিক ২ ১৪২৬,   ১৭ সফর ১৪৪১

Akash

আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

মাগুরা প্রতিনিধি  ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১২:১০ ১৬ মে ২০১৯  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মাগুরার জগদল গ্রামের একটি বাড়িতে বৈদুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন নিহত হয়েছেন। এ সময় আরো দুইজন আহত হয়েছেন।

নিহত মুরাদ হোসেন ওই গ্রামের দমদম পাড়ার সোবহান মোল্লার ছেলে। আহতরা হলেন শামীম শেখ ও মনিরুল ইসলাম। 

জগদল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, রাত সাড়ে ১০ টার দিকে দমদম পাড়ায় শামীম শেখের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় আগুন নেভাতে গিয়ে প্রতিবেশী মুরাদ, শামীম ও মনিরুল আহত হয়। আহত অবস্থায় তাদেরকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মুরাদকে মৃত ঘোষণা করেন। 

বৃহস্পতিবার সকালে মাগুরা-১ আসনের এমপি অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর ক্ষতিগ্রস্থ পরিবারকে দেখতে যান। এ সময় তিনি ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদানের আশ্বাস দেন।

ডেইলি বাংলাদেশ/জেএস