Alexa আগাম নির্বাচনের ভোট গ্রহণ চলছে জাপানে

ঢাকা, সোমবার   ২৩ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৮ ১৪২৬,   ২৩ মুহররম ১৪৪১

Akash

আগাম নির্বাচনের ভোট গ্রহণ চলছে জাপানে

 প্রকাশিত: ১৩:৩১ ২২ অক্টোবর ২০১৭   আপডেট: ১৭:২৯ ২২ অক্টোবর ২০১৭

ফাইল ছবি

ফাইল ছবি

জাপানে আগাম নির্বাচনের ভোট গ্রহণ কাজ চলছে। স্থানীয় সময় আজ রবিবার সকাল ৭টা থেকে এ ভোট গ্রহণ শুরু হয়।

চলবে রাত ৮টা পর্যন্ত। রাতেই ফল পাওয়া যাবে বলে জানিয়েছে দ্য স্ট্রেইটস টাইমস।

উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান হুমকির মুখে প্রধানমন্ত্রী শিনজো আবে তার জনপ্রিয়তা যাচাইয়ে এ নির্বাচনের ডাক দেন। প্রাক-নির্বাচন জরিপের ফল বলছে, নির্বাচনে শিনজো আবেই জয়লাভ করতে যাচ্ছেন।

আগামী বছর সাধারণ নির্বাচন হওয়ার কথা থাকলেও প্রধানমন্ত্রী শিনজো আবে গত সেপ্টেম্বরে আকস্মিক এ নির্বাচনের ঘোষণা দেন।

নির্ধারিত সময়ের ১৪ মাস আগেই নির্বাচন ডাকা প্রসঙ্গে প্রধানমন্ত্রী আবে বলেছেন, "জনতার রায় নিয়েই তাঁর দল ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) উত্তর কোরিয়ার সঙ্গে `জাতীয় সংকট` এবং জাতীয় বিভিন্ন বিষয়ের সমাধান করতে চায়"।

উল্লেখ্য, ২০১২ সালে সাধারণ নির্বাচনে জয়লাভের পর এ নিয়ে দুই দফায় আগাম নির্বাচন ডাকলেন আবে। এর আগে ২০১৪ সালেও আগাম নির্বাচন ডাকেন তিনি।

ডেইলি বাংলাদেশ/টিএএস