Alexa আগামী সপ্তাহে সিঙ্গাপুর যাচ্ছেন এরশাদ

ঢাকা, রোববার   ২১ জুলাই ২০১৯,   শ্রাবণ ৭ ১৪২৬,   ১৮ জ্বিলকদ ১৪৪০

আগামী সপ্তাহে সিঙ্গাপুর যাচ্ছেন এরশাদ

নিজস্ব প্রতিবেদক :: staff-reporter

 প্রকাশিত: ২০:১৮ ১৪ জানুয়ারি ২০১৯   আপডেট: ২০:১৮ ১৪ জানুয়ারি ২০১৯

ফাইল ফটো

ফাইল ফটো

উন্নত চিকিৎসার জন্য ফের সিঙ্গাপুরে যাচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। শারীরিক অবস্থার ক্রমশ অবনতির কারণে আগামী সপ্তাহে তাকে দেশের বাইরে নেয়ার সিদ্ধান্ত হয়েছে। বর্তমানে এরশাদ ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) চিকিৎসাধীন রয়েছেন। 

এরশাদের একান্ত সচিব ও পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর অবসরপ্রাপ্ত খালেদ আখতার বলেন, স্যারকে উন্নত চিকিস্যার জন্য সিঙ্গাপুর নেয়া হবে। ডাক্তারের নির্দেশনা পেলেই আগামী সপ্তাহে তাকে নেয়া হবে। 

এরশাদের অবস্থা সম্পর্কে খালেদ আখতার বলেন, স্যার আগের চেয়ে কিছুটা সুস্থ। এখন উঠে দাঁড়াতে পারেন। এরশাদের হিমোগ্লোবিনের সমস্যা ছাড়াও লিভারের সমস্যা দেখা দিয়েছে।

এর আগে গত ৫ জানুয়ারি থেকে এরশাদ সিএমএইচে ভর্তি রয়েছেন। তিনি সেখান থেকে এসে এমপি শপথ নেন। 

ডেইলি বাংলাদেশ/এলকে