Alexa আওয়ামী লীগ নেতা গোলাপের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

ঢাকা, শুক্রবার   ০৬ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২২ ১৪২৬,   ০৯ রবিউস সানি ১৪৪১

আওয়ামী লীগ নেতা গোলাপের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২০:৫১ ২১ নভেম্বর ২০১৯  

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বর্ষীয়ান রাজনীতিবিদ ও কটিয়াদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. শামসুল হক গোলাপ মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার এক শোক বার্তায় রাষ্ট্র প্রধান শামসুল হক গোলাপ মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। খবর বাসস'র

রাষ্ট্রপতি হামিদ বলেন, তার মৃত্যুতে স্থানীয় রাজনীতিতে শূন্যতার সৃষ্টি হয়েছে। স্থানীয় উন্নয়নে তার অবদান জনগণ দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

রাষ্ট্রপতি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ডা. গোলাপ মস্তিস্কে রক্তক্ষরণজনিত কারণে বৃহস্পতিবার ভোরে বেসরকারি একটি হাসপাতালে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। মরহুম গোলাপ স্ত্রী, তিন পুত্র ও পাঁচকন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন এবং গুণগ্রাহী রেখে যান।

ডেইলি বাংলাদেশ/টিআরএইচ