Alexa আওয়ামী লীগের নেতারা দুর্নীতি করলে ছাড় নয়: কাদের

ঢাকা, রোববার   ২০ অক্টোবর ২০১৯,   কার্তিক ৪ ১৪২৬,   ২০ সফর ১৪৪১

Akash

আওয়ামী লীগের নেতারা দুর্নীতি করলে ছাড় নয়: কাদের

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২০:২৫ ১৮ সেপ্টেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমাদের দলের নেতাদের মধ্যে কেউ দুর্নীতি করলে কোনো ছাড় হবে না।

বুধবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন তিনি। এর আগে সম্পাদক মণ্ডলীর এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

ওবায়দুল কাদের বলেন, দুর্নীতি দূর করার ব্যাপারে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) পূর্ণ স্বাধীনতা দেয়া আছে। দুর্নীতিকারী যেই হোক রক্ষা করার জন্য দল থেকে কোনো সাপোর্ট পাবে না। 

তিনি বলেন, আওয়ামী লীগের জাতীয় সম্মেলন আগামী ২০ এবং ২১ ডিসেম্বর। দুই দিনব্যাপী এই কাউন্সিল অনুষ্ঠিত হবে। সম্মেলন বাস্তবায়নে ১২টি উপকমিটি করা হয়েছে। এছাড়া ১০ ডিসেম্বরের মধ্যে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোকে সম্মেলনের প্রস্তুতি নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এস.আর/এসআই