Exim Bank
ঢাকা, শনিবার ২৩ জুন, ২০১৮
Advertisement

আওয়ামী লীগের ডোমেইন’র নামে ভাইরাস!

 সজীবুল ইসলাম ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১২:৪৫, ১২ মার্চ ২০১৮

আপডেট: ১৩:০৭, ১২ মার্চ ২০১৮

৫২৩ বার পঠিত

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সম্প্রতি ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ নামের একটি ডোমেইন থেকে মোবাইলে এসএমএস এর মাধ্যমে লিঙ্ক পাঠানো হচ্ছে। লিঙ্কটি (http://awami-league.com) মূলত ভাইরাস ছড়াচ্ছে। যে ভাইরাসের মাধ্যমে আপনাকে নজরদারি করা হতে পারে। এমন লিঙ্কযুক্ত ভাইরাস থেকে সাবধান!

যেভাবে ভাইরাসটি আসে ও সিস্টেমে চালু হয়

এসএমএস এর মাধ্যমে বিভিন্ন মোবাইল ফোন ব্যবহারকারীদের কাছে এই লিংকটি (http://awami-league.com) পাঠানো হয়। কেউ যদি লিঙ্কটি ক্লিক করে তাহলে একটি ফরম উন্মুক্ত হবে। ফরমটি পূরণ করা হলে একটি পীরাদায়ক ভাইরাস স্বয়ংক্রিয়ভাবে সিস্টেমে ডাউনলোড হয়। আর এর পর থেকে আপনার সম্পর্কে নজরদারি করতে পারবে ওই দুষ্কৃতিকারী বা হ্যাকার গোষ্ঠি।

পীড়াদায়ক সিস্টেমটির মাধ্যমে ‘বাংলাদেশ আওয়ামী লীগ’র নামে দুষ্কর্ম ঘটানো এবং দলটির প্রতি যারা আগ্রহী তাদের প্রতি নজরদারি রাখতে পারাই ওই দুষ্কৃতি গোষ্ঠির উদ্দেশ্য হতে পারে। এর মাধ্যমে ঘটাতে পারে রাজীনৈতিক সহিংসতাও। তাই জনসচতেনার জন্য সাবধান হোন।

ডেইলি বাংলাদেশ/এসআই

সর্বাধিক পঠিত