Alexa ‘আই লাভ ইউ’ বলছে কুকুর

ঢাকা, বুধবার   ১৭ জুলাই ২০১৯,   শ্রাবণ ২ ১৪২৬,   ১৩ জ্বিলকদ ১৪৪০

‘আই লাভ ইউ’ বলছে কুকুর

মজার খবর ডেস্ক

 প্রকাশিত: ২১:৪৮ ৫ জানুয়ারি ২০১৯   আপডেট: ২১:৪৮ ৫ জানুয়ারি ২০১৯

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় বাক্যগুলোর অন্যতম ‘আই লাভ ইউ’। জাগতিক সব বিষয়ের মাঝে শুধু হৃদয়ের কথা এ বাক্যটি। এক কুকুর এই কথাটি বলে সবার মন জয় করে নিয়েছে। 

ইউটিউবে এমনি এক ভিডিও আছে যাতে এক কুকুরকে কথা বলতে দেখা যায়। ভিডিওটিতে মিষ্টি মধুর ভালোবাসার কথা বলতে দেখা যায় তাকে। 

ভিডিওটিতে দেখা যায়- বিছানার উপর বসে আছে কুকুরটি। তার মালিক ‘আই লাভ ইউ' বলতে বলার পর সবাইকে চমকে দিয়ে কুকুরটি নিজের মতো করে বলে ওঠে 'আই লাভ ইউ'। 

নিশকে নামের কুকুরটিকে এরপর যতবারই ‘আই লাভ ইউ' বলা হয়েছে, ততবারই সে-ও খুব দরদভরা কণ্ঠে জবাব দিয়েছে ‘আই লাভ ইউ' বলে। শুধু তাই নয়, এতটা স্পষ্ট করে ‘আই লাভ ইউ' বলেছে নিশকে যে, যে শুনবে তারই মন ছুঁয়ে যাবে। 

ভিডিওটি ইউটিউবে আপলোড করা হয়েছিল ২০০৮ সালে। তারপর থেকে দশ বছরে ১০ কোটিরও বেশিবার দেখা হয়েছে এটি। 

দেখুন ডিডিও

ডেইলি বাংলাদেশ/টিআরএইচ